ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাভার্ডভ্যান চাপায় নিহত মোটরসাইকেলের ‍২ আরোহী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার মরজালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুরের অক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলযোগে চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এসময় মরজাল-গাবতলী এলাকায় পৌঁছুলে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, গাবতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করেছে। 

আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি