ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কায়রোতে গাছ বাঁচানোর লড়াই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৪ মার্চ ২০২২

মিশরের কায়রোতে কায়রো টাওয়ারের কাছে ১৫০ বছরের প্রাচীন একটি বটগাছ

মিশরের কায়রোতে কায়রো টাওয়ারের কাছে ১৫০ বছরের প্রাচীন একটি বটগাছ

মিশরের রাজধানী কায়রোতে একটি বড় রাস্তার দুধারে প্রাচীন ফিকাস, বাবলা এবং পাম গাছ কেটে ফেলার পরিকল্পনা নিয়েছে দেশটির প্রশাসন। ঐতিহাসিক এই শহরটির পুনঃউন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে তারা এই কাজটি করার সিদ্ধান্ত নেয়। তবে এই প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করে এখন মাঠে নেমেছেন দেশটির পরিবেশবাদীরা।

কায়রো এবং এর আশেপাশের বাসিন্দাদের নিয়ে "বৃক্ষ রক্ষার উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ বিক্ষোভে" অংশ নেন পরিবেশবাদীরা। 

তারা বলেন, মিশরীয় কর্তৃপক্ষের ওই পরিকল্পনা সবুজের বিরুদ্ধে যুদ্ধের সমান। 

২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত প্রাচীন মিশরের প্রধান শহর হেলিওপোলিসে আনুমানিক ৩৯৬,০০০ বর্গ মিটার সবুজ এলাকা নষ্ট হয়েছে।

মিশরের পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, "রাস্তাগুলো সংস্কার করা হলে ট্র্যাফিক বাবস্থা আরও উন্নত হবে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে নতুন উন্নয়ন প্রকল্পগুলিতে বড় বড় পার্ক থাকবে এবং যতটা সম্ভব গাছপালা লাগানো হবে।"

সূত্রঃ ভয়েস অফ আমেরিকা

আরএমএ

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি