ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারওয়ান বাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী কোরবান আলী হোসাইন পুলিশের টেলিকম বিভাগে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বলেন, “নিহত পুলিশ কনস্টেবল কোরবান আলী হোসাইন পুলিশ টেলিকমে দ্বায়িত্বরত ছিলেন। আমরা শুনেছি সোমবার সাড়ে ১০টার দিকে একটি বাসের চাপায় সোনারগাঁও হোটেলের সামনে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি