কারওয়ান বাজারে খুচরা কেনাবেচা বন্ধ
প্রকাশিত : ২৩:২৫, ২১ এপ্রিল ২০২০ | আপডেট: ২৩:৩০, ২১ এপ্রিল ২০২০
রাজধানী ঢাকার সবচেয়ে জমজমাট পাইকারি ও খুচরা কেনাবেচার হাট কারওয়ান বাজার। এখন থেকে এ বাজারে শুধু পাইকারি বেচাকেনা হবে বন্ধ থাকবে খুচরা বাজার। করোনাভাইরাসের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
পাইকারি কেনা-বেচার পাশাপাশি খুচরা বাজারের জন্যও এখানে মানুষের ভিড় লেগে থাকে। কাঁচা বাজারের জন্যও অনেক মানুষ সেখানে যায়।
সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরুত্বের কথা বলা হলেও কারওয়ান বাজারে ভিড় কোনোভাবেই কমছিল না। ওই এলাকায় ইতোমধ্যে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার।
তিনি বলেন, এখানে আর কোনো খুচরা বিক্রেতা বসতে পারবে না। তারা সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবে আর পাইকারি বিক্রেতারা কারওয়াবাজারে বেচাকেনা করবে। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যাবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা ও আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত।
এসি
আরও পড়ুন