ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারমাইকেল কলেজে নানা প্রজাতির ৫০০ গাছ রোপণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১৬ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

‘আমাদের শিক্ষাঙ্গন আমরা সাজাই প্রত্যেকে দু'টা করে গাছ লাগাই স্লোগানকে সামনে রেখে গোল্ডেন বাংলাদেশের উদ্যোগে সারাদিনবাপী কারমাইকেল কলেজ প্রাঙ্গনে নানা প্রজাতির প্রায় ৫০০ গাছ লাগানো হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ, প্রফেসর চিন্ময় বাড়ৈ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রোজাইন ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজুল ইসলাম, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান বুলবুল আহমেদ, কৃষি কমিটির প্রধান বাহারুল আলম বাহারসহ আরো অনেক শিক্ষক এবং গোল্ডেন বাংলাদেশের প্রায় ১০০ জন ভলেন্টিয়ার।

গোল্ডেন বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর ব্যাপক কার্যক্রম শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং গ্রামে আন্দোলন ছড়ায় দেয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে গোল্ডেন বাংলাদেশ। এ বছর জয়পুরহাটের কালাই উপজেলায় ১ কিলোমিটার রাস্তায় ১০০০ টি গাছ লাগানো হয়।

গোল্ডেন বাংলাদেশের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভলেন্টিয়ার রয়েছে, তাদের মাধ্যমে গাছ লাগানো এবং পরিচর্যার কাজ করছে। গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জানান ২০৩০ সালের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভলেন্টিয়ারদের মাধ্যমে শিশু-কিশোর, বিভিন্ন সামাজিক সংগঠন,মসজিদ, মন্দির, গীর্জা, ব্যবসায় প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদেরসহ জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে গাছ লাগানো যাতে কোন জায়গা ফাঁকা না থাকে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি