ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কারসাজি করে দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ২২ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে।’ আজ সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জরুরি সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্ট অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে দেওয়া হবে। দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্তিতি সৃষ্টি হবে না। বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকলেও নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটা এবার প্রমাণিত হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে বিরোধী দলগুলো।’

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি