ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

কারাগারে খালেদার স্বজনরা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৬ জুন ২০১৮ | আপডেট: ১৬:৫১, ১৬ জুন ২০১৮

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার ভাই-ভাবি ও আত্নীয়স্বজন। তারা খালেদা জিয়ার জন্য ফুল ও খাবার নিয়ে যান। আত্নীয়স্বজনের মধ্যে প্রায় বিশজন সদস্য ছিলেন বলে জানা গেছে।    

আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে খালেদার স্বজনেরা কারাগারে প্রবেশ করেন। তিনটি গাড়িতে করে তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে যান। স্বজনদের মধ্যে খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামিম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এবং তাদের ছেলে অভি এস্কান্দার, খালেদা জিয়ার ভাগ্নে মামুনসহ ২০ জন রয়েছেন।   

এর আগে আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ দলটির বিভিন্ন নেতারা কারাগারের সামনে যান। 

এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের কারাফটকের দিকে যেতে বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুমতি না থাকায় তারা খালেদা জিয়ার সাথে দেখা করতে পারবেন না। পরে দেখা করার অনুমতি না পেয়ে তারা ফিরে যান।

আজ কেন দেখা করতে দেওয়া হয়নি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সেটা আমরা জানি না।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি