ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারাগার থেকে পালানো সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৬:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমির হোসেনকে (৩০) আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আমির হোসেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন তাজুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলার টঙ্গী থানার আলোচিত হোসেন (১৪) হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব জানায়, গ্রেফতার আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামি (বন্দি নম্বর ১০১৯)। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিল। গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০র যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জেরে আসামি আমির হোসেন ২০১০ সালের ৫ জুন নিহত হোসেনকে বাড়ির পাশের চা দোকান থেকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। 

এ ঘটনায় টঙ্গী থানায় নিহতের বাবা একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এরপর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন তিনি।

আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি