ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৭ জুলাই ২০২৩

কারাগার থেকে বাড়িতে পাঠানো হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয় অং সান সু চিকে। একাধিক মামলায় ৭৮ বছর বয়সী সু চির ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 

কারাসূত্র জানিয়েছে, কারাগার থেকে সোমবার সু চিকে রাজধানী নেপিদুর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।

কারাগার থেকে সু চির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে গৃহবন্দী করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

সু চি অসুস্থ বলে গুজব ছিল। তবে সামরিক বাহিনী এসব অস্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কারাসূত্র জানিয়েছিল, সু চি সুস্থ আছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে কারাগারে সু চিকে দেখতে গিয়েছিলেন। তবে তিনি আর বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।

সূত্র: বিবিসি

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি