কারাভোগ শেষে দেশে ফিরলো ২ কিশোর
প্রকাশিত : ১৮:৪৭, ৩১ জুলাই ২০১৯
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশি ২ কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে গিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স’র(বিএসএফ) হাতে আটক হয়েছিল তারা।
বুধবার সকালে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোষ্টের শূন্যরেখা তাদেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের সহকারী উপ-পরিদর্শক(এএসআই)মোত্তালেব হোসাইনের নিকট হস্তান্তর করেন ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপ্রা রায়।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স’র(বিএসএফ) হিলি ক্যাম্প কমান্ডার উপ পরিদর্শক(এসআই) মানিক চান্দ উপস্থিত ছিলেন।
ফেরত আসা দুই কিশোররা হলো দিনাজপুরের কোতয়ালী থানার কমলাপুর গ্রামের মৃত.আবেদ আলীর ছেলে মোস্তফা কামাল (১৬), গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চরপারা গ্রামের মৃত কাইয়ুম মিয়ার ছেলে সিয়াম মিয়া(১৬)।
এর মধ্যে মোস্তফা কামাল ভারতের বালুরঘাট শিশু শোধনাগারে ৩ বছর ৭ মাস এবং সিয়াম উত্তর দিনাজপুরের সিএনসিপি বয়েস হোমে এক বছর এক মাস মেয়াদে আটক ছিল।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এএসআই) মোত্তালেব হোসাইন জানান, আজ থেকে সাড়ে ৩ বছর পূর্বে ভালো কাজের সন্ধানে জয়পুরহাটের পাঁচবিবির চেচড়া সীমান্ত এলাকা দিয়ে মোস্তফা কামাল কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধপথে ভারতে প্রবেশ করে।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে আদালতে উপস্থাপন করলে বয়স কম হওয়ার কারনে আদালত তাকে শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন।
একইভাবে সিয়াম মিয়া পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লে আদালত তাকেও হোমে রাখার নির্দেশ প্রদান করেন।পরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা মুক্তি পেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশে ঐ দুই কিশোরকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে। তাদেরকে ইতোমধ্যে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়।
এমএস/কেআই
আরও পড়ুন