ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারিনাকে মালাইকার পরমর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কারিনা কাপুর। মালাইকা অরোরা। দুজনই বলিউডের জনপ্রিয় তারকা। তাদের মধ্যে বন্ধুত্বটাও গভীর। তবে দুজনের মধ্যে কোনো এই দ্বন্দ্ব? তা না হলে হঠাৎ করে কেনো কারিনাকে পরমর্শ দিলেন মালাইকা। বললেন- ‘কারিনা কাপুর, এবার তুমি পরনিন্দা বন্ধ করো’।

একটি চ্যাট শো-এ তিনি এই মন্তব্য করেছেন। ওই চ্যাট শো-এর উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধূপিয়া। সেখানে বোন অমৃতা আরোরার সঙ্গে গিয়েছিলেন মালাইকা। নেহা যখন মালাইকাকে বলেন, কারিনাকে তুমি কী পরামর্শ দিতে চাও?’ তখনই এই মন্তব্য করেন কারিনার ঘনিষ্ঠ বন্ধু মালাইকা।

কারিনার বিরুদ্ধে পরচর্চার অভিযোগ নতুন কিছু নয়। এর আগে করণ জোহর ও রণবীর কাপুরও বলেছেন, তারা কারিনার কাছ থেকেই চলচ্চিত্র জগতের সাম্প্রতিক সব খবর পেয়েছেন।

তবে মালাইকা অবশ্য মজা করেই এ কথা বলেছেন কারিনাকে। কারণ বন্ধুই পারে বন্ধুকে পরমর্শ দিতে। তাই বিষয়টি খুব সহজেই নিয়েছেন কারিনা।

এতদিন মাতৃত্বের বিরতিতে ছিলেন কারিনা। তাকে কিছুদিন পরেই সোনম কাপুরের হোম প্রোডাকশনের সিনেমা ‘ভীর ডি ওয়েডিং’-এ দেখা যাবে। সম্প্রতি দিল্লিতে সিনেমাটির শুটিং শেষ করেছেন কারিনা।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি