ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারো সাফল্য দেখে বিচলিত নই : ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

অন্যের সাফল্য দেখে বিচলিত হন না বলে জানালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি বলেন, অন্যরা কে কি করলো তারচেয়ে আমি নিজে কি করলাম সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে।

আলিয়া বলেন, আমি যেমন জন্মেছিলাম এখনো ঠিক তেমন আছি। মনে হয় না আমার ভেতরে কোনো পরিবর্তন হয়েছে। সাফল্যের ব্যাপারে আমি বলবো, আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। আর সাফল্য তার নিজের মতোই আসছে।

রণবীর কাপুরের বিপরীতে ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে ‘হাইওয়ে’ অভিনেত্রী আলিয়াকে। এছাড়াও তার হাতে রয়েছে বরুণ ধাওয়ান ও ভিকি কুশারের বিপরীতে নতুন দু’টি সিনেমা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি