ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালকিনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফান রান প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৭, ৩১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে ৮ কিলোমিটার ফান রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কালকিনিতে প্রথমবারের আয়োজিত এরকম প্রতিযোগিতা শুক্রবার(৩১ জানুয়ারী) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট বাজারে গিয়ে শেষ হয়।

ফান রানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার সাব ইন্সপেক্টর পল্লব কুমার,একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান,কালকিনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বল সহ ছাত্র জনতার প্রতিনিধিবৃন্দ।

কালকিনি উপজেলার ছাত্রজনতার সার্বিক সহযোগিতায় দীর্ঘ ৮ কিলোমিটার পথের মাঝে বেশ কয়েকটি স্থানে ফল ও পানির ব্যবস্থা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কালকিনি কলেজের শিক্ষার্থী সাকিব আল হাসান। মাত্র ৩৫ মিনিটে তিনি সমাপ্তি প্রান্তে পৌঁছান।

অনলাইন ও সরাসরি রেজিস্টেশনের মাধ্যমে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ রেজিস্টেশন করলেও পরবর্তীতে দেড় শতাধিক লোক প্রতিযোগিতায় অংশ নেয়।কালকিনি খেলাঘর এর সৌজন্যে প্রতিযোগীদের টিশার্ট প্রদান করা হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি