ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কালকিনিতে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন

কালকিনি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১০ এপ্রিল ২০২৩

মাদারীপুরের কালকিনিতে গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে কাজ করতে না পেরে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এছাড়া প্রচন্ড গরমে পানিশূন্যতাসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। রমজান মাস হওয়ায় তীব্র এ দাবদাহের কারণে কষ্ট হচ্ছে রোজাদার মুসল্লিদেরও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আরও দুই-তিনদিন এমন অবস্থা থাকতে পারে।

ভ্যানচালক মুজাম মিয়া ও কালাম শিকদার একইসাথে বলেন, "কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। গরমের কারণে বেশিক্ষন ভ্যান চালানো যাচ্ছে না। আবার অতিরিক্ত গরমের কারণে লোকজনও কম বের হচ্ছেন। ফলে খুব একটা যাত্রীও পাওয়া যাচ্ছে না। এতে আমাদের আয়-রোজগার অনেক কমে গেছে।"

দিনমজুর মামুন মিয়া বলেন" মানুষের বাড়ি বাড়ি দিনমজুরের কাজ করি। গরম বেশি পড়ায় এখন কাজে যেতে পারছিনা। তাই স্ত্রী সন্তানদের নিয়ে রোজার মাসে কয়েকটা দিন খুব কষ্টেই কাটতেছে।"

উপজেলার কামার পাড়ার কর্মকার অনুপ কুমার বলেন, "আগুনের কাজ করি। এই গরমের মধ্যে কীভাবে কাজ করবো, আর কীভাবে চলবো বুঝতে পারছি না। ঠিকমতো কাজ করতে না পারলে সংসার চালানো মুশকিল হয়ে পড়বে।"

আর এখন রমজান মাস হওয়ায় মুসল্লিদের এই প্রচন্ড গরমে রোজা রাখতেও ভীষণ কষ্ট পোহাতে হচ্ছে।যোহরের নামাজ শেষে মসজিদ হতে আসা মোঃ সাকিব হোসেন বলেন, " গরমে রোজা রাখতে কষ্ট হচ্ছে ঠিকই তবে আল্লাহ্ এই গরমের মধ্যে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন হয়তো। আল্লাহ্ আমাদের সকলকে গরমের এই আজাব হতে রক্ষা করুন।"

এদিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিবলী রহমান বলেন, "হঠাৎ গরম বেড়ে যাওয়ায় পেশাজীবী, শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিকশা-ভ্যানচালকদের বেশি অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র গরমে পানিশূন্যতা কিংবা হিটস্ট্রোকও হতে পারে। এ ক্ষেত্রে তাদের একটানা কাজ না করে, বিশ্রাম নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখারও আহ্বান জানান তিনি।"

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান,ঢাকা বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে গত কয়েকদিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছে। আজ দুপুর পর্যন্ত মাদারীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা পরে আরও দুই-এক ডিগ্রি বাড়বে। গরমের এ তীব্রতা আরও দুই-তিনদিন থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি