ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে বোমা হামলায় চিকিৎসাধীন প্রবাসী সুজন সরদার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ১৫ নভেম্বর ২০২৪

মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত প্রবাসী মো. সুজন সরদারের (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত সুজন সরদার সিঙ্গাপুর প্রবাসী। তিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকের হাট বাজারে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী সুজন সর্দার ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। পরে সুজন সর্দারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন সরদারের মৃত্যু হয়। 

এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান, ‌‘বোমা হামলায় আহত সুজন সরদার নামের এক ব্যক্তি মারা যাওয়ার সংবাদ শুনেছি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি