ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘কালকের মধ্যে রাষ্ট্রপতি অপসারণের কর্মসূচী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ২১ অক্টোবর ২০২৪

আগামীকালকের মধ্যে রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ (সোমবার, ২১ অক্টোবর) বিকালে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া ফোন সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন তিনি।

ফোনকলে সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, অতি দ্রুত আমাদের কর্মসূচি আসবে। আগামীকালকের মধ্যে এ বিষয়ে পরিষ্কারভাবে জানাবো, আমাদের পরিকল্পনা তুলে ধরবো। সামনের দিকে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে জানানো হবে। আপিল বিভাগ তাদের মতামত দিবে যে রাষ্ট্রপতি এখন তার স্বীয় পদে থাকতে পারে কী না।

এর আগে দেশের একটি জাতীয় দৈনিকের প্রধান সম্পাদকের সঙ্গে সাক্ষাতকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা তার দালিলিক কোনো কাগজ তার কাছে নেই। 

তিনি আরও বলেন, এ নিয়ে বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তারপরও কখনো যাতে প্রশ্ন না উঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। 

এদিকে রাষ্ট্রপতির এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ বিষয়ে তার সমালোচনা করতে শুরু করেন। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি