ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কালুখালীতে মোটরসাইকেল উল্টে নারী আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল উল্টে এক নারী নিহত হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালীর সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সোনালী আক্তার (৩৫)। সে পাবনার ঈশ্বরদী থানার শৈলপাড়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী (সুত্র এনআইডি কার্ড)। আহত মোটর সাইকেল চালক আলামিন হক (৪২) ভেড়ামারার বাহাদুরপুর এলাকার আজিজুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শী রুপা আক্তার জানায়, দুপুরে আলামিন ও সোনালী কুষ্টিয়ার দিক থেকে মোটরবাইকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় সোনাপুর মোড়ে বাইকটি উল্টে যায়।

এতে দুজনেই রাস্তায় ছিটকে পরলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসারত মোটরবাইক চালক আলামিন জানায়, নিহত সোনালী তার পরিচিত। তারা রাজধানী ঢাকা যাচ্ছিলেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, মোটর বাইক ও চালক আলামিনকে আটক করা হয়েছে। এছাড়া নিহত সোনালীর লাশ মর্গে পাঠানো হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি