কাল অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন
প্রকাশিত : ১৮:০২, ২৯ মার্চ ২০১৭ | আপডেট: ০৭:৫৩, ৩০ মার্চ ২০১৭
কাল অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। দুপুর থেকে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে গ্রহণ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুমিল্লা টাউন হল থেকে দুপুরে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রগুলোতে।
নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। এছাড়া মোতায়েন রয়েছে ২৬ প্লাটুন বিজিবি।
নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ভোট দেবেন মোট ২ লাখ ৭ হাজার ৫শ’ ৫৬ জন ভোটার। এদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন।
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা নগরবাসীর।
আরও পড়ুন