ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাল খুলে দেয়া হবে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ

প্রকাশিত : ১২:৪৫, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪৫, ২৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

কয়েক দফা সময় বাড়ানোর পর অবশেষে কাল খুলে দেয়া হচ্ছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ। সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত ফ্লাইওভারের এ অংশটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মগবাজার, মৌচাক, মালিবাগ, রাজারবাগ, বাংলামোটর, সাতরাস্তার দুর্বিষহ যানজটের সেই দু:সহ দিনের কথা কার না জানা ! সেইসব দিনরাত্রির ভোগান্তি দূর করতেই এই সরকারের বড় প্রকল্পগুলোর একটি এই ফ্লাইওভার।  এরই মধ্যে শেষ হয়েছে ফ্লাইওভারের ঢালাইসহ আনুসঙ্গিক কাজ। ল্যাম্প পোস্টের জন্য বৈদ্যুতিক তার টানা হয়েছে। গার্ডারের কাজ ও রঙ দেয়া শেষ। ফ্লাইওভারের নির্মাণ কাজ তিন ভাগে সম্পন্ন হচ্ছে। একটিতে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত অংশ। আরেকটিতে রয়েছে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগের অংশ এবং শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাকের। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত হলেও এর আগেই সব কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে। জুনে বাংলামোটর থেকে মৌচাক অংশ খুলে দেয়া হবে। বাকিটা ডিসেম্বর বা জানুয়ারিতে খুলে দেয়া হতে পারে। ফ্লাইওভার পরিদর্শন করেছেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি