কাল ঢাবিতে বিক্ষোভের ডাক
প্রকাশিত : ১২:৪৭, ২৯ জানুয়ারি ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয়ে ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার এবং প্রক্টরের অপসারণ দাবিতে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিপীড়নবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাছুদ আল মাহাদি। তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে ২ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরকে অবিলম্বে অপসরণ করতে হবে। ১৫ ও ২৩ তারিখে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিস্কার করতে হবে। এই দুই দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন তারা।
এদিকে হামলার প্রতিবাদে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘট করছে প্রগতিশীল ছাত্রজোট। জোটের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ ও সমাবেশ করছেন। নিপীড়নবিরোধী শিক্ষার্থীরাও ওই আন্দোলনের সঙ্গে এতাত্মতা ঘোষণা করেছে।
গত ২৩ জানুয়ারি বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা দাবি আদায়ে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করলে ছাত্রলীগ গিয়ে পিটিয়ে তাদের তুলে দেয়।
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে, সেদিন অছাত্রদের হাত থেকে উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিল তারা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বলেছে, সেদিন উপাচার্যের উপর আক্রমণ হয়েছিল।
/ টিআর / এআর
আরও পড়ুন