ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কাল পীরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি (ভিডিও)

লিয়াকত আলী বাদল, রংপুর থেকে

প্রকাশিত : ১২:২০, ২৫ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১২:২১, ২৫ ডিসেম্বর ২০২৩

আগামীকাল রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পীরগঞ্জ হাইস্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

দীর্ঘ ৫ বছর পর মঙ্গলবার শ্বশুর বাড়ি পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের অর্থায়নে নির্মিত জয় সদন ভবনে দুপুর পর্যন্ত অবস্থান করবেন তিনি। 

প্রথমে প্রয়াত স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আয়োজন করা হয়েছে তাঁর পছন্দের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার।

প্রধানমন্ত্রীর স্বজন সাবাবা হোসেন ওহি বলেন, “তাঁকে কিভাবে বরণ করে নেয়া যায়, তাঁর পছন্দের রান্নাবান্না থেকে শুরু করে উনি যাদেরকে দেখলে খুশি হবেন- এরকম সবধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি।”

দুপুর ৩টায় পীরগঞ্জ হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রচারণা। 

পৌর মেয়র এবং পীরগজ্ঞ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিবুল ইসলাম শামীম বলেন, “এখানে জনসমুদ্র পরিণত করার পরিকল্পনা আমরা নিয়েছি।”

সাধারণ মানুষ বলছেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জে রাস্তাঘাট ব্রীজ থেকে শুরু করে নেভাল একাডেমি, ডিজিটাল সেন্টারসহ অভাবনীয় উন্নয়ন করেছেন। পীরগঞ্জের সকল স্তরের মানুষ তার প্রতি কৃতজ্ঞ।

এলাকবাসীরা জানান, উনি আসলে আমাদের কিছু চাওয়া-পাওয়া আছে, তা নিয়ে দাবি জানাবো। আমরা অনেক খুশি, প্রতিবছর একবার যেন তাঁকে পীরগঞ্জে দেখতে পাই।

প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছেন পীরগঞ্জবাসী। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি