ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাশ্মির সীমান্তে ৪ ভারতীয় সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের এক কর্মকর্তাসহ চার সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করেছিলো।

তাদের দাবি, শনিবার দুপুর ১২টার দিকে কেরি সেক্টরের টোপা বারাত গালায় সীমান্তরেখা বরাবর ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী।

এতে মেজর মোহারকার প্রফুল্ল, ল্যান্স নায়েক গুরমাইল সিং, ল্যান্স নায়েক কুলদ্বীপ সিং ও সিপাহি পাগাত সিং নিহত হন। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি বছর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লংঘনের ঘটনা বেড়ে ৭২৪টিতে দাঁড়িয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৪৪৯।

জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক শেষ পাল ভাইদ জানান, পাকিস্তানি সেনা ও গেরিলারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবশ্য এ ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

একে/ এএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি