ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে তুষার ধ্বসে তিন ভারতীয় জওয়ান নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১২ ডিসেম্বর ২০১৭

জম্মু-কাশ্মিরের বানডিপুরা জেলায় লাইন অব কন্ট্রাল এলকায় তুষার ধ্বসে তিন ভারতীয় সৈন্য নিখোঁজ হয়েছে। নতুন করে তুষার ধ্বসের পর তুষারঝড় শুরু হয়, যা বানডিপুরা জেলার গেরেজ কেন্দ্রে আঘাত হানে। ফলে ওই কেন্দ্রে অবস্থান করা তিন সৈন্য নিখোঁজ হয়েছে।

তাঁদের উদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর এক ঊর্ধতন কর্মকর্তা বলেন, নিখোঁজ সৈন্যদের উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে। তবে ক্রমাগত তুষার ধ্বসের ফলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। সেনাবাহিনীর বরাত দিয়ে, জি নিউজ জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় তুষার ধ্বস শুরু হলেও এখনও পর্যন্ত সেখানে তুষার ধ্বস চলছে।

এদিকে সেনাবাহিনীতে নিয়োজিত এক কুলিকেও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে, ওই কর্মকর্তা। ওই কুলি ধ্বসের সময় তুলাইল এলকায় ছিল বলে জানিয়েছেন তিনি।

 

সূত্র: জি নিউজ

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি