ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাশ্মীরে সন্দেহভাজন ৩ জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সৈন্যরা তিন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। বিরোধপূর্ণ উত্তরাঞ্চলীয় এই অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। দেশটির সেনাবাহিনী এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর চিনার সৈন্যদল রোববার রাতে বলেছে, কাশ্মীরের কুপওয়ারা জেলায় ‘অনুপ্রবেশ বিরোধী অভিযানে’ তিনজন নিহত হয়েছে। সেখান থেকে বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে।

ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের সম্পূর্ণ অংশকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দ’ুটি তিনটি যুদ্ধ জড়িয়ে পড়তে দেখা গেছে।

নয়াদিল্লি এবং ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে জঙ্গিবাদ এবং গুপ্তচরবৃত্তির জন্য পরস্পরকে অভিযুক্ত করে থাকে।
এদিকে বিদ্রোহী বিভিন্ন গ্রুপ এই অঞ্চলের স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে।

বিতর্কিত অঞ্চলটিতে বিভিন্ন সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি