ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কিংবদন্তীদের পেছনে ফেললেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২৫ মে ২০২২

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে অপরাজিত ১৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ব্যাটার মুশফিকুর রহিম। ৮২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে নেমে পঞ্চমবারের মত ইনিংসে দেড়শ’ রানের বেশি করলেন মুশফিক।

এতে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তিদের পেছনে ফেলেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিক। 

নিজেদের ক্যারিয়ারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকের চেয়ে পাঁচবারের বেশি দেড়শ’ রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, পাকিস্তানের জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবাল, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডসহ আরও অনেকেই।

তবে এই তালিকায় মুশফিকের উপরে আছেন পাঁচ ব্যাটার। তারা হলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, মাইকেল ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোর্বাস।

সবার উপরে ওয়াহ। তিনি ১৪ বার পাঁচ নম্বরে নেমে দেড়শ’র বেশি রান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি