ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কিউবায় প্রেমিক যুগলের জন্য সরকারি উদ্যোগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

আবাসন সংকট বা একই অ্যাপার্টমেন্টে একাধিক দম্পতির বসবাসের কারণে একান্ত নির্জনতার সুযোগ পাননা প্রেমিক যুগলদের অনেকে। তাদের সমস্যা নিরসনে বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলেও সেই সুবিধা থাকে সাধ্যের বাইরে।

মাসিক বেতনের ৬ ভাগের এক ভাগ খরচ করে ৩ ঘণ্টার জন্য আবাসন ভাড়া নেওয়াটা তাদের জন্য বিলাসিতাই বটে। তাই তুলনামূলকভাবে অনেক যুগল পার্ক বা সৈকত প্রভৃতি জায়গা বেছে নেন। মূলত এসব যুগলদের জন্য সরকার এখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

তাদের সমস্যা দূর করতে কিউবা রাষ্ট্রীয় মালিকানায় বেশ কয়েকটি ‘লাভ-মোটেল’ চালু করতে যাচ্ছে। দেশটির হাভানা নগরের এসব সরাইখানায় প্রেমিকযুগলরা ঘণ্টা হিসেবে ঘরভাড়া নিয়ে থাকার সুযোগ পাবেন।

‘ভালোবাসা প্রকাশে বৈচিত্র্য’ আনতে কিউবার সরকার এসব মোটেল বা ‘পোসাদা’ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এর আগে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটির রাজধানী হাভানায় ১৯৯০-এর দশক পর্যন্ত এ রকম বেশ কয়েকটি পোসাদা ছিল। সামুদ্রিক ঝড়ে বাস্তুহারা লোকজনের জন্য সরকার এক পর্যায়ে সেগুলো খুলে দিয়েছিল।

সূত্র: ত্রাবায়াদোরেস।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি