ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কিউবা আর কখনোই আমেরিকান দেশগুলোর সংস্থা ওএসে ফিরে যাবেনা

প্রকাশিত : ১০:২২, ৫ জুন ২০১৬ | আপডেট: ১০:২২, ৫ জুন ২০১৬

কিউবা আর কখনোই আমেরিকান দেশগুলোর সংস্থা ওএসে ফিরে যাবেনা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। সংস্থাটিকে শোষণ এবং সাম্রাজ্যবাদের যন্ত্র বলেও মন্তব্য করেন ক্যাস্ত্রো। সম্প্রতি ওএএস’র সদস্য ল্যাটিন দেশ ভেনিজুয়েলার বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সহিংসতা উস্কানির অভিযোগে আরো কিছু কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানায় যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ভেনিজুয়েলার সঙ্গে একাত্মতা জানাতেই এমন মন্তব্য করেছেন রাউল ক্যাস্ত্রো। প্রতিষ্ঠাতা সদস্য হলেও ১৯৬২ সালে কিউবাকে জোট থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি