ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কিছু ব্যাংক নিয়ে বিপজ্জনক পূর্বাভাস গভর্নরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা চেষ্টা করছি গুড গভর্নেন্স (সুশাসন) এর মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে। পুরোটা হয়তো পারবো না। সব ব্যাংকই যে বেঁচে যাবে, এমন নয়। কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সব ব্যাংকই সফলভাবে টিকে থাকবে এমন আশা করা যায় না। কিছু ব্যাংক এমন অবস্থা তৈরি করেছে, যেখানে একক পরিবার বা গোষ্ঠীর কাছে তাদের আমানতের ৮৭ শতাংশ চলে গেছে। এটি ব্যাংক খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ম্যাক্রো-ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য ব্যাংকিং সেক্টর’ সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‘এই মুহূর্তে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার চিন্তা করছি না। এর বদলে এমএফএস-কে আন্তঃলেনদেন যোগ্য কীভাবে করা যায়, সে চিন্তা করছি।’  

এছাড়া তিনি ব্যাংক খাতে নতুন নীতিমালা প্রণয়ন করার কথা উল্লেখ করে জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ভবিষ্যতে ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তবে তারা বিমা কোম্পানি পরিচালনার দায়িত্ব নিতে পারবে।

এই ধরনের কঠোর পদক্ষেপ এবং নীতিমালা প্রণয়ন ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অপরিহার্য বলে গভর্নর মন্তব্য করেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি