কিম জং উনকে বেশ বুদ্ধিমান বলে আখ্যায়িত করেন ট্রাম্প
প্রকাশিত : ১৩:২৫, ১ মে ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ১ মে ২০১৭
উত্তর কোরিয়া ইস্যুতে সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং উনকে বেশ বুদ্ধিমান মানুষ বলে আখ্যায়িত করেন তিনি।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। বলেন, কিম জং উন অল্প বয়সে ক্ষমতায় এসে বেশ বিচক্ষণভাবেই দেশ পরিচালনা করছেন। এদিকে, উত্তর কোরিয়া ইস্যুতে তার সাম্প্রতিক পরিকল্পনার কথা জানাতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বিষয়টিকে দাবা খেলার সাথে তুলনা করেন। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের চাপ প্রয়োগকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন