কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোরগ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:৪৩, ১৯ অক্টোবর ২০২৪
ঢাকার সাভারের আশুলিয়ায় কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোরগ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকালে তাদের আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আফজাল হোসেন (২৯) ও মো. তাহসান মাহমুদ (১৯)। তারা দুজনই সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গাজীরচট এলাকায় একটি মাঠে ৪-৫ দিন ধরে মেলা চলছে। সেখানেই বাদির ছেলে সায়মন ইসলাম সিনিন (১৭) ঘুরাঘুরি করছিল। একপর্যায়ে সে নৌকা ঘুরানো খেলা দেখছিল। এ সময় আসামিরা তাকে ঘিরে ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে কিসের চাঁদা জিজ্ঞেস করতেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
১ নম্বর আসামি একপর্যায়ে সায়মনের পেটে ছুরিকাঘাত করে, এতে তার পেটের ভুরি বেরিয়ে আসে। এছাড়া ২ নম্বর আসামি তাকে মারধর করে রক্তাক্ত জখম করে ও তার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে সায়মনের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী এলাকার হাবিব ক্লিনিক ও পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ
আরও পড়ুন