ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কিয়ারার গর্ভে যমজ সন্তান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বিয়ের ঠিক দুই বছর পর এই সুখবর এলো কিয়ারা ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কাছ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। 

এদিকে কিয়ারার সন্তানের খবরে দারুণ খুশি তার ভক্ত অনুরাগীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে গুঞ্জন উঠেছে, যমজ সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী! এমনকি অনুরাগীদের মন্তব্যেও দেখা যাচ্ছে তেমনটাই প্রার্থনা!
 
কিয়ারার মা হওয়ার সংবাদ প্রকাশ হওয়ার পরপরই অভিনেত্রীর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সন্তান জন্মদানের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় কিয়ারাকে। ‘গুড নিউজ’ সিনেমার প্রচারণার সময় একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন কিয়ারাসহ অক্ষয় কুমার, কারিনা কাপুর। সেখানেই কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তোমার যমজ সন্তান হয়, তবে কী চাও? দুই মেয়ে, দুই ছেলে, নাকি এক ছেলে এক মেয়ে? উত্তরে কিয়ারা বলেন, আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা স্রষ্টা আমাকে উপহার দেবেন।

কিয়ারার কথা শুনে মজার ছলে কারিনা বলেন, ‘তুমি সেরার মুকুট পাবে।’ 

এরপর হাসির খোরাক যোগাতে কারিনা জানান, কিয়ারার কথা শুনে মনে হচ্ছে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় এই উত্তর দিচ্ছেন তিনি। তা শুনে কিয়ারা জানান তিনি এক মেয়ে ও এক ছেলে চান।

সম্প্রতি কিয়ারা মা হওয়ার ঘোষণা দিতেই পুরনো ওই সাক্ষাৎকারের ভিডিও সামনে এসেছে।

ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়তেই অনেকে মনে করছেন যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিয়ারা। কেউ লিখেছেন, যদি তার যমজ সন্তান হয়, তাহলে তা খুবই মজার হবে।

এক ভক্ত লিখেছেন, তার সুস্থ গর্ভাবস্থা এবং সুন্দর, সুস্থ যমজ সন্তানের জন্য শুভকামনা করি। 

অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন নায়িকাকে এবং অনেক অনুরাগীকেই প্রার্থনা করতে দেখা গেছে, অভিনেত্রীর যেন যমজ সন্তান হয়।  

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি