ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কিয়েভোর জালে জুভেন্টাসের ৩ গোল

প্রকাশিত : ০৯:৩৩, ২২ জানুয়ারি ২০১৯

ইতালিয়ান সিরিআ লিগে কিয়েভোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিসের পাশাপাশি বেশ কয়েকটি গোল থেকে বঞ্চিত হন। তবে জালের দেখা পেয়েছেন দগলাস কস্তা, এমরে কান ও দানিয়েলে রুগানি। আর এতে বড় জয় পেয়েছে লিগ শিরোপা ধরে রাখার পথে দারুণ ছন্দে ছুটে চলা জুভেন্টাস।

সোমবার রাতে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে লিগের নিচের সারির দল কিয়েভোকে ৩-০ গোলে হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

ঘরের মাঠে খেলতে নেমে দগলাস কস্তার অসাধারণ নৈপুণ্যে ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় জুভিরা। পাওলো দিবালার পাস পেয়ে এগিয়ে গিয়ে একজনকে কাটিয়ে বাঁ পায়ের বুলেট শটে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। আর ম্যাচের ৪৫তম মিনিটে সেই দিবালার অ্যাসিস্টেই জুভি ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পান এমরি কান। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে কস্তার শটে বল এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় জুভেন্টাস। তবে রোনালদোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সরেন্তিনো। এর পর ম্যাচের ৭৪তম মিনিটে কানের কাটব্যাক ছোট ডি-বক্সের মুখে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করা রোনালদো। খানিক পর আবারও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

ম্যাচের ৮৪তম মিনিটে বাঁ দিক থেকে বের্নারদেস্কির ফ্রি-কিকে বল গোলমুখে পেয়ে ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানি লাফিয়ে অনায়াসে হেডে ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় শিরোপাধারীদের।

ম্যাচের বাকি সময় আর ব্যবধান বাড়েনি। এদিন, সতীর্থরা গোল পেলেও হতাশ করেছেন রোনালদো। তবে ম্যাচের বড় জয়ই রোনালদোর সান্ত্বনা হয়ে থাকলো।

এ জয়ে ২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের পয়েন্ট ৫৬। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪০।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি