ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কী হয়েছে রেখার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী রেখাকে। পোশাকশিল্পী মণীশ মলহোত্রের সঙ্গেও দেখা গেল তাঁকে। সোমবার মণীশের বাড়ি থেকে বেরিয়ে তাঁরই সঙ্গে দাঁড়িয়ে পোজ় দিলেন রেখা। কিছু ছবিতে একাও দেখা গেল তাঁকে। সারা গা চাদরে ঢাকা। মাথায় বেজ রঙের পাগড়ি। চোখে কালো চশমা। রাতের অন্ধকারে অভিনেত্রীর এই বেশ দেখে একটু অবাক হলেন সকলেই। সমাজমাধ্যমে রেখার ছবি ভাইরাল হতে নানা মন্তব্যের স্রোত। কী হয়েছে অভিনেত্রীর?

ভিডিওতে আলোকচিত্রীদের উদ্দেশে রেখাকে বলতে শোনা যায়, “তোমরা ঘুমোতে যাও এ বার!” ঘড়িতে তখন রাত ১২.৩০। কেন সবাই এত রাতে জেগে কাজ করছেন? জানতে চান রেখা। যদিও সেই ভিডিওর নীচেই মন্তব্য করলেন সবাই, “আগে বলুন এত রাতে কে এমন কালো চশমা পরে বেরোয়?” কেউ আবার বললেন, “এ কী বেশ রেখার?” আর এক জন মন্তব্য করলেন, “রেখা সব সময়েই আলাদা।”

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি