কুকুর যেখানে পরিবেশকর্মী
প্রকাশিত : ১৬:১০, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৫৩, ২৮ আগস্ট ২০১৭
যেসব মানুষ জেনেশুনে প্রতিনিয়ত নানাভাবে পরিবেশ দূষণ করে চলেছেন, তারা বড় ধরনের শিক্ষা নিতে পারেন ছবির এই কুকুরটির কাছ থেকে।
মানুষ যেখানে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেখানে পরিবেশকর্মী কুকুর! অবাক হলেও সত্য যে, চীনের জিয়ান সু প্রদেশে গোল্ডেন রিট্রিভার জাতের এই কুকুরটি ১০ বছর ধরে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে পরিবেশ রক্ষায়।
সাধারণত কুকুরকে বিভিন্ন ধরনের খাবার পুরস্কার দিয়ে মাঝেমধ্যে কাজ করিয়ে নেওয়ার ঘটনা দেখতে পাই। কিন্তু এই কুকুরটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পরিবেশ রক্ষার কাজ করে যাচ্ছে।
জিয়ান সু প্রদেশের সু ঝোউ নদীতে প্রতিদিন সাঁতার কেটে মুখে করে তুলে আনছে প্লাস্টিকের বোতলসহ নানা আবর্জনা। শুধু নদীতেই নয়, রাস্তা থেকেও মানুষের ফেলে যাওয়া বিভিন্ন জিনিস মুখে করে ডাস্টবিনে এনে ফেলছে।
সম্প্রতি চীনের পিপলস ডেইলিতে কুকুরটিকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে জানানো হয়, পরিবেশ রক্ষায় কাজ করে কুকুরটি এখন লোকাল সেলিব্রেটি হয়ে উঠেছে। প্রতিদিন সে গড়ে ২০ থেকে ৩০টি করে প্লাস্টিক বোতল নদী থেকে তুলে আনে। এ পর্যন্ত সে দুই হাজারের বেশি প্লাস্টিক আবর্জনা তুলে এনে ডাস্টবিনে ফেলেছে।
আর/ডব্লিউএন