ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে ভর্তির আবেদন শুরু সোমবার, থাকছে না জিপিএ নম্বর

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তির আবেদন সোমবার (১৭ অক্টোবর) শুরু হবে; যা চলবে ২৭ তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া গতবারের ন্যায় এবছর ভর্তিতে থাকছে না জিপিএ নম্বর।

রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক ভর্তি নির্দেশিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ভর্তি নির্দেশিকা থেকে জানা যায়, গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Apply to Individual University লিংকের মাধ্যমে https://cou.admission4bd.com লিংকে গিয়ে আবেদন করা যাবে।

এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং পৃথক ইউনিটের জন্য অতিরিক্ত ফি প্রয়োজন হবে না। এ বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ১৯ টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এক হাজার ৪০ জন শিক্ষার্থী। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় ৫৯ জন ভর্তিচ্ছু ভর্তি হতে পারবে। 

এছাড়াও ভর্তি সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/ ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি