কুবিতে সাংবাদিকতা বিভাগের বিতর্কে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট
প্রকাশিত : ২২:৪১, ৪ ফেব্রুয়ারি ২০১৯
‘যুক্তির আলোয় রাঙিয়ে ভুবন, মুক্ত করো তোমার প্রাণ’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ম আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে দ্য ডেইলি অবজারভারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্যা ইন্ডিপেন্ডেন্ট। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে দ্য ডেইলি অবজারভার দলের দলনেতা আল নাঈম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২ রুমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে স্পিকারের দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাজীব হোসেন সানি।
এবারের ফাইনালে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘উচ্চ শিক্ষায় মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া উচিত।
উল্লেখ্য, বিভাগের চারটি ব্যাচের মোট ১৮টি টিমের মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিতর্কের টিমগুলো বিভিন্ন মিডিয়ার নামে নামকরণ করা হয়েছিল।
১০ জানুয়ারি (বৃহস্পতিবার) আমাদের সময় ও বাংলা ট্রিবিউন দলের মধ্য দিয়ে এই বিতর্ক শুরু হয়।
এসি
আরও পড়ুন