ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কুবিতে সাংবাদিকতা বিভাগের সেমিনার বৃহস্পতিবার 

প্রকাশিত : ২৩:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘সাংবাদিকতা ও যোগাযোগ অধ্যয়ন: পেশা কি শুধুই সাংবাদিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হবে।     

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৫০১ নাম্বার রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে বিভাগীয় প্রধান বেলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে থাকবেন সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, আলোচক হিসেবে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক্সিকিউটিভ এডিটর খালেদ মুহিউদ্দিন, বিশেষ অতিথি যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসাইন।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা ও সন্ধ্যায় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ১লা ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এসি  

   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি