ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবির সহকারী প্রক্টর হলেন জাহিদ ও শারমিন

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:০১, ৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১৮:০২, ৭ এপ্রিল ২০২২

সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানা

সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানা

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (৬ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান। এছাড়া সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়ার মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত সহকারী প্রক্টরদ্বয় আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এদিকে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি