ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কুবি বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও হায়দার মাহমুদ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ৩০ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ক্যাডেট সার্জেন্ট হায়দার মাহমুদ। 

শনিবার (২৮ জানুয়ারি) রেজিমেন্ট ক্যাম্প চলাকালীন সময়ে ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম তাকে র‌্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন। 

এর আগে, গত ২৬ জানুয়ারি সিইউও পদে পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়।  এসময় লিখিত, ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন হায়দার মাহমুদ।

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনে সিইউওর দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসানুর রহমান। চলতি বছরের ৩১ জানুয়ারি সিইউও মোঃ হাসানুর রহমানের মেয়াদ শেষ হবে। ১ ফেব্রুয়ারি থেকে হায়দার মাহমুদ এ দায়িত্ব পালন করবেন।
 
সিইউও নির্বাচিত হওয়ায় হায়দার মাহমুদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও  হিসেবে আমাকে ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি পর্যন্ত লালমাই সরকারি কলেজ প্রাঙ্গনে রেজিমেন্ট ক্যাম্পিং ২০২২-২৩ অনুষ্ঠিত হয়। রোববার উক্ত ক্যাম্পের সমাপনী প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি