ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবি শিক্ষক সমিতির সভাপতি বরাবর নির্বাচন আয়োজনের দাবি

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩১, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আওয়ামীপন্থী শিক্ষকদের একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভা আহ্বান ও নির্বাচনের দাবি জানিয়েছে। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সাধারণ শিক্ষকদের পক্ষে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম স্বাক্ষরিত এক আবেদন পত্রে শিক্ষক সমিতির সভাপতি বরাবর এ দাবি জানানো হয়। 

আবেদন পত্র থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা। কিন্তু শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি।

এতে আরও বলা হয়, শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ১০ এর (ক) ধারা অনুযায়ী অনিবার্য কারণে উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা না গেলে ডিসেম্বর মাসের ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে সাধারণ সভা আহ্বান করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাধারণ সভা আহ্বান করা হয়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি