ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১৯ এপ্রিল ২০১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। গেলো মঙ্গলবার রাতে রহিমপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রামের আশরাফ ও আলাউদ্দিন-আনিস গ্র“পের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। এর জেরেই রাতে তারা সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের লোকজন একে অপরকে ছুরিকাঘাত ও লাঠিপেটা করে। এসময় ঘটনাস্থলেই ফারুক ও সাইদুর রহমান নামে দুই জন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি