ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে ওই তিন যুবক ট্রেন কাটা পড়েন। তখনও দুজন জীবিত ছিল।

পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে ওই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে। 

খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি