ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ তাবলীগ জামায়াতের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ১৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৬:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িতদের গ্রেপ্তার, তাদের নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক বরাবরে সাদপন্থীদের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। 

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের নিকট স্মরকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামীর কুমিল্লা মহানগরীর সভাপতি শামছুল ইসলাম জিলানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মারকায মসজিদের শুরা সদস্য মাওলানা মফিজুল ইসলামসহ অন্যরা।

এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় প্রায় দুঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি