কুমিল্লায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ২
প্রকাশিত : ১৭:৩০, ৮ সেপ্টেম্বর ২০১৮
কুমিল্লায় বাড়ির সীমানাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আজ শনিবার সকালে ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিদলাই গ্রামের যুক্তরাষ্ট্র ফেরত শামসুল হক ও লিটনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল। এ নিয়ে সকালে তাদের স্বজনদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শিদলাই গ্রামের খোরশেদ আলম ঘটনাস্থলে মারা যান। এরপর ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একই গ্রামের চা দোকানদার শানু মিয়া মারা যান।
নিহত খোরশেদ আলমের ভাতিজা সোহেল রানা জানান, দীর্ঘদিন জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। এ নিয়ে তারা দুই বছর ধরে বাড়িছাড়া ছিলেন।
খোরশেদের অভিযোগ, সকালে তারা বাড়িতে এলে লিটনের লোকজন তাদের ওপর হামলা চালায়। নিহতরা শামসুল হকের স্বজন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম শাহজাহান কবির জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এসএইচ/
আরও পড়ুন