কুমিল্লায় রানা হত্যায় ৭ আসামির মৃত্যুদণ্ডের আদেশ
প্রকাশিত : ১৫:৪৭, ১৮ জুন ২০২৩ | আপডেট: ১৫:৫২, ১৮ জুন ২০২৩
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন সরকারী সহকারী কৌশলী (এপিপি) মোঃ রফিকুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চম্পকনগর এলাকার মোঃ মোর্শেদ, মোঃ জুয়েল মিয়া , মোঃ আলাউদ্দিন, মোঃ রিপন, মোঃ শিপন, শুভ হাসান ও মোঃ কাজল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামি জুয়েল মিয়া বিলে মাছ ধরার কথা বলে রানাকে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করে চম্পক নগর উত্তরণ হাউজিংয়ের দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়।
পরে খোঁজাখুজির এক পর্যায়ে ১ মে রানা খানের লাশ খুঁজে পেয়ে মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর খান।
এএইচ
আরও পড়ুন