ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ২৯ ডিসেম্বর ২০২১

অভিবাসন প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততকরণ এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বুধবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিদেশগমনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীগণের সঠিক তথ্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীসহ ১০০ ছাত্র-ছাত্রী।
 
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এন.এম রবিউল আওয়াল চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এরকম একটি আয়োজনের জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং আইসিএমপিডিকে ধন্যবাদ জানান। এছাড়াও আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিনা নাজিয়া। 

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ মূল বক্তব্য উপস্থান করেন। উপস্থাপনায় নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সরকারের এম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান জানান।

দেবব্রত ঘোষ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বিদেশ যাওয়ার পূর্বে সবাইকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরামর্শ দেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এ ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। তিনি আরপিএল- এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি