ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় লালন শাহের তিরোধান দিবসের উৎসব শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২০ অক্টোবর ২০২৩

কুষ্টিয়া জেলার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবসে আয়োজিত তিনদিনের উৎসব গতকাল রাতে শেষ হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হওয়া সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক এহেতেশাম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) তবিবুর রহমান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগীতায় এবং কুষ্টিয়া লালন একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধান অতিথি বলেন, যাদের অবদানে আমরা এগিয়ে যাচ্ছি, তাদের মধ্যে লালন সাঁই একজন। লালনের গানে বলা হয়েছে ‘সত্য কথা বল সু পথে চল’। আমরা যদি চলার পথে সত্য কথা বলে, সু পথে চলতে পারি তাহলে সমাজে কখনো অন্যায় থাকবে না।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন সাঁইজির দেহত্যাগের পর থেকেই এভাবে অনুষ্ঠান চলে আসছে। মনের বাসনা পূরণ ও লালন প্রেমের টানে জমজমাট হয়ে উঠেছিলো সাঁইজির বারামখানা। এদিকে রেওয়াজ মতে চলছে গুরু-শিষ্যের সাধন-ভজন, ভক্তি-শ্রদ্ধা নিবেদন। রাতভর লালনের গানে-গানে শেষ হয় তিন দিনের তিরোধান দিবস উৎসব।

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি