কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
প্রকাশিত : ২০:৪৬, ১৩ মার্চ ২০২৩
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থানীয়দের হামলায় দুই শিক্ষার্থী আহত হওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সোমবার (১৩ মার্চ) বিকালে স্থানীয় বখাটেরা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকালে শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়। তারা বিশ্ববিদ্যালয়ের ‘ম্যানেজমেন্ট’ ও ‘ফিন্যান্স এন্ড ব্যাংকিং’ বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর বন্ধুরা জানান, বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে আড্ডা দেওয়ার সময় তাদের সাথে থাকা নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে বখাটেরা। এর প্রতিবাদ করলে তাদের মারধর করে বখাটেরা।
এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন। এতে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী।
এসবি/
আরও পড়ুন