কুড়িগ্রামে ঘুষ দিলেই মিলছে গরীবদের ভাতা (ভিডিও)
প্রকাশিত : ১৫:৪৩, ১৯ মে ২০১৯
কুড়িগ্রামে ঘুষ না দিলে, মিলছে না গরীব ও দুঃস্থ গর্ভবতী মা-শিশুদের ভাতা। অভিযোগ, টাকা দিলেই ভাতার তালিকায় নাম উঠান জনপ্রতিনিধিরা। ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট’ প্রকল্পে লাখ-লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে তদন্ত করে কঠোর ব্যবস্থার আশ^াস দিয়েছে প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের অধীনে, জেলার ৭৩টি ইউনিয়নে দরিদ্র পরিবারে যতœ প্রকল্পের মাধ্যমে গর্ভবতী নারী এবং ৫ বছরের কমবয়সী শিশুদের নগদ টাকা দেয়ার কথা। চারবার স্বাস্থ্য পরীক্ষা করালে ৪ হাজার এবং শিশুর ২৪ মাস পর্যন্ত মা ও শিশু দু’জন ১৪০০ টাকা করে পাবেন। ভুক্তভোগীদের অভিযোগ, জেলার বেশিরভাগই ইউনিয়নেই এ তালিকায় নাম উঠাতে জনপ্রতি ৫ থেকে ১৫ হাজার টাকা করে ঘুষ চান জনপ্রতিনিধিরা।
ঘটনার সত্যতা পাওয়া যায় এক অডিও রেকর্ডে। রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক মোবাইল ফোনে একজন সুবিধাভোগীর কাছে ৫ হাজার টাকা চান।
অপরদিকে হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
এদিকে, অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি প্রকল্প পরিচালকের।
সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে পরির্বতন আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রকৃত সুবিধাভোগীদের নাম তালিকায় উঠানোর দাবি ভুক্তভোগীদের।
আরও পড়ুন