কুড়িগ্রামে বোরো ক্ষেতে নেক ব্লাষ্ট রোগ
প্রকাশিত : ১৩:০৯, ২১ এপ্রিল ২০১৭
কুড়িগ্রামে বোরো ক্ষেতে নেক ব্লাষ্ট রোগ দেখা দেয়ায় আতংকিত হয়ে পড়েছেন জেলার প্রায় ৪ লক্ষাধিক কৃষক। কৃষি বিভাগের পরামর্শে সংক্রমিত জমিতে কীটনাশক স্প্রে করেও শেষ রক্ষা পাচ্ছেন না তারা। অন্যদিকে, রোগ ছড়ানোর আশংকায় নিয়মিত স্প্রে করেও আতংকে রয়েছেন অন্য জমির মালিকরা।
চলতি বোরো মৌসুমে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫শ ২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ফলন ভাল হলেও হঠাৎ করেই ছড়িয়ে পড়ছে নেক ব্লাষ্ট বা ধানের গলা পচা রোগ।
রোগ প্রতিরোধে কৃষকদের লিফলেট বিতরনসহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আক্রান্ত জমিতে প্রতিশোধক হিসেবে ট্রাইসাইক্লোজল গ্র“পের ছত্রাকনাশক প্রয়োগ করছেন কৃষকরা।
তবে ছত্রাক প্রতিরোধে কৃষি বিভাগের পরামর্শ কাজে আসছে না বলে জানালেন কৃষকরা।
তারা বলছেন, ফসল বাঁচাতে বেশী দামে কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করেও শেষ রক্ষা হচ্ছে না।
নেক ব্লাষ্ট রোগের আক্রমনের কথা স্বীকার করে এর প্রতিকারে কাজ করার কথা জানালেন কৃষি কর্মকর্তা।
কুড়িগ্রাম জেলার বোরো ধান বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি কৃষকদের।
দেখুন ভিডিও
আরও পড়ুন